
প্রদীপকুমার সিংহ, বারুইপুর: বুধবার রাতে বারুইপুরে কেন্দ্রীয় সংশোধনাগারে এসেছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যার গ্রেপ্তার নিয়ে তিনি বলেন, সব ক’টাই জেলে যাবেন। একসময় অনুব্রত মণ্ডল পুলিশকে বলতেন, বোমা মারুন। সব কিছুরই শেষ আছে। যতই ভাবুন তাঁদের মাথায় কারও আশীর্বাদ আছে। জেলে যেতেই হবে। সুকন্যা যাচ্ছেন।
আর বাকি যাঁরা আছেন, তাঁদেরকেও জেলে যেতে হবে। আসল মাথাটা কে, সেটা আমরা জানতে চাই। আর ধৈর্য থাকছে না। আসল মাথাটার কাছে ৭৫% টাকা যেত। এখন তো শুনছি ৭৫% টাকা যার কাছে যেত, সে নাকি এখন জেলায় জেলায় ঘুরছে পুরো ১০০% নেওয়ার জন্য। আমাদের ইচ্ছে তাঁকে অর্থাৎ আসল মাথাটাকে অ্যারেস্ট করা হোক।
রামনবমীর দিন বিষ্ণুপুর থানা এলাকায় অশান্তির ঘটনায় জেল হেফাজতে থাকা ব্যক্তিদের মুক্তি উপলক্ষে এদিন রাতে বারুইপুরে আসেন অগ্নিমিত্রা পাল। সেখানেই তিনি এই রাজ্যে যোগী আদিত্যনাথের মতো মুখ্যমন্ত্রী দরকার বলে দাবি তোলেন। সেইসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনজোয়ার কর্মসূচিকে কটাক্ষ করেছেন অগ্নিমিত্রা পাল।