খবরজেলা

বারুইপুর রাসমণি বালিকা বিদ্যালয়ের সামনে অটো, টোটোর জটলা, ছাত্রীর পায়ে উঠল চাকা

বিশ্ব সমাচার, বারুইপুর: বৃহস্পতিবার বারুইপুরে স্কুলে ঢোকার সময় একটি অটো অষ্টম শ্রেণির এক ছাত্রীর পায়ের উপর দিয়ে চলে গেল। দুর্ঘটনায় আহত ছাত্রীর নাম ইশা দত্ত। বাড়ি দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার রাসমাঠ এলাকায়। বারুইপুর রাসমণি বালিকা বিদ্যালয়ের ছাত্রী ইশা জানায়, স্কুলের গেটের সামনে অটো, টোটো সারিসারি লাইনে দাঁড়িয়েছিল। অটো থেকে নেমে স্কুলে ঢোকার সময় একটি অটোর চাকা তার বাঁ পায়ের উপর তুলে দেয়।

সঙ্গে সঙ্গে সে পড়ে যায়। এক বন্ধু চিৎকার করে বলে, ইশার পায়ের উপর অটোর চাকা উঠে গেছে। কিন্তু অটো ড্রাইভার একবারের জন্য দেখেনি। অটো নিয়ে সে পালিয়ে যায়। স্কুলের আন্টিরা পরে তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান।রাসমণি স্কুলের সামনে রাস্তা দিয়ে অটো, টোটোর দৌড়ে মানুষের যাতায়াত করা মুশকিল হয়ে গেছে। বহুবার পুরসভা ও প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি। অটো, টোটোর ড্রাইভাররা বুড়ো আঙুল দেখিয়ে নিত্য সমস্যা তৈরি করে। এতে স্কুলে ছাত্রীদের মাঝেমধ্যে দুর্ঘটনার কবলে পড়ে।

বারুইপুর স্টেশন থেকে বারুইপুর রাসমণি বালিকা বিদ্যালয়, রেলগেট পর্যন্ত বহু অটো, টোটো দাঁড়িয়ে থাকার ফলে সাধারণ মানুষকে খুবই অসুবিধার মধ্যে যাতায়াত করতে হয়। অফিস যাত্রীরা ট্রেন ঠিকমতো ধরতে পারেন না।
রাসমণি স্কুলের সামনে এত অটো, টোটো দাঁড়িয়ে থাকে যে তার ফলে স্কুলের ছাত্রীদের প্রাণ হাতে নিয়ে রেললাইন দিয়ে যাতায়াত করতে হয়। এই ব্যাপারে পুরসভা ও প্রশাসনের কোনও হেলদোল নেই।

বারুইপুরের এসডিপিওর অফিস মাদারাট মাস্টার পাড়ার আগে। যদি বারুইপুর রেলগেটের কাছে বা বারুইপুর থানার আগে কোর্টের কাছে কোথাও আইনশৃঙ্খলার সমস্যা হলে স্টেশন রোড দিয়ে যেতে পারবে না অটো, টোটোর জন্য। এসডিপিওকে মাদারাট কালীতলা দিয়ে প্রায় তিন কিলোমিটার রাস্তা ঘুরে আসতে হয় এলাকায় যাওয়ার জন্য। তাতে অনেকটা দেরি হয়ে যায়।

Related Articles

Back to top button
error: Content is protected !!