
বিশ্ব সমাচার, কাকদ্বীপ : নিয়ন্ত্রণ হারিয়ে দোকান ঘরে ঢুকে গেলো একটি যাত্রী বোঝাই বাস। ঘটনাটি ঘটেছে, দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপের কলেজ মোড় এলাকায়। এই ঘটনায় বেশ কয়েকটি দোকান ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার দুপুর বেলায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাসটি কাকদ্বীপ থেকে যাত্রী নিয়ে ডায়মন্ড হারবারের দিকে যাচ্ছিল।
যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। তবে এই ঘটনায় গাড়ির চালক ও একজন পথচারী গুরুতর আহত হন। ওই পথচারীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। স্থানীয় সূত্রে আরও জানা যায়, বাসটি বেপরোয়া গতিতে কাকদ্বীপ থেকে ডায়মন্ড হারবারের দিকে যাওয়া পথে, কলেজ মোড়ের কাছে হঠাৎই একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে, রাস্তার পাশে থাকা দোকান ঘরে মধ্যে ঢুকে যায়।
এই দুর্ঘটনায় ৫টির মত দোকান ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ঘটনাটি যখন ঘটে, সেই সময় বাসের মধ্যে থাকা যাত্রীরা আতঙ্কে চিৎকার করতে থাকেন। চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। এরপরই একে একে বাসের যাত্রীদের নামিয়ে আনা হয়। অধিকাংশ যাত্রীই নিরাপদে আছেন বলে জানা গিয়েছে।
যদিও এই ঘটনার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় কাকদ্বীপ থানার পুলিশ। তবে ঠিক কি কারণে এই ঘটনা ঘটল, তার তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ঘটনাগ্রস্থ বাসটিকেও আটক করেছে কাকদ্বীপ থানার পুলিশ।