Friday, March 29, 2024
Homeজেলাকুলপির রামকিশোরে নির্মিত নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র

কুলপির রামকিশোরে নির্মিত নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র

সানওয়ার হোসেন, কুলপি: মঙ্গলবার বিকেলে দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলপি ব্লকের রামকিশোর গ্রাম পঞ্চায়েতের কাটরা মনোহরপুর দক্ষিণ পাড়ায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নবনির্মিত ঘরের শুভ উদ্বোধন হল। ফিতে কেটে শুভ উদ্বোধন করেন কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার। উপস্থিত ছিলেন ব্লক আধিকারিক সৌরভ গুপ্ত সহ শিক্ষা কর্মাধ্যক্ষ নারায়ণচন্দ্র ভৌমিক, খাদ্য কর্মাধ্যক্ষ রোহিতাশ্ব প্রামাণিক, পঞ্চায়েত প্রধান কৃষ্ণকান্ত মণ্ডল, স্থানীয় পঞ্চায়েত সদস্য শামসুর আলম মীর ও অন্যান্যরা।

কুলপির রামকিশোরে নির্মিত নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র

জানা গিয়েছে, কুলপি ব্লকের রামকিশোর গ্রাম পঞ্চায়েতের কাটরা মনোহরপুর দক্ষিণ পাড়ায় অঙ্গনওয়াড়ি (আইসিডিএস) কেন্দ্রটি দীর্ঘদিন ধরে একজনের বাড়িতে ভাড়া নিয়ে চলত। ছিল একটি ঘর ও একটি রান্নাঘর। সেন্টার চালাতেন একজন দিদিমণি ও দু’জন রাঁধুনি। সেন্টারে পড়ুয়ার সংখ্যা ৫১ জন। আইসিডিএস সেন্টারের কোনও পাকাপোক্ত ঘর না থাকার ফলে সমস্যা দেখা দিয়েছিল।

কুলপির রামকিশোরে নির্মিত নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র

অনেকটা দূরেও যেতে হত বাচ্চাদের। গ্রামবাসীদের পক্ষ থেকে পাকা ঘর নির্মাণের জন্য দাবি উঠেছিল। গ্রামবাসীদের দাবিকে মান্যতা দিয়ে এই কেন্দ্রটি পাকাপোক্ত ঘর নির্মাণের জন্য গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে পঞ্চায়েত সমিতির কাছে সুপারিশ করা হয়। সেই মতো ২০২১-২২ অর্থবর্ষে পঞ্চায়েত সমিতির ১৫ ফাইনান্স এফ সি (আনটায়েড) ফান্ড থেকে ৭ লাখ টাকা বরাদ্দ করা হয়।

কুলপির রামকিশোরে নির্মিত নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র

মাসদুয়েক আগে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটির একটি ঘর, বারান্দা, শৌচাগার ও রান্নাঘর নির্মাণের কাজ শেষ হয়। তারপর সেই কেন্দ্রের চাবিটি ব্লকের সিডিপিও রঞ্জিত সেনগুপ্তকে হস্তান্তর করা হয়েছিল। এদিন বিকেলে সেটি খুলে দেওয়া হল। বিধায়ক যোগরঞ্জন হালদার বলেন, আজ এখানে একটি আইসিডিএস সেন্টারের শুভ উদ্বোধন করা হল।

কুলপির রামকিশোরে নির্মিত নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র

আমাদের ব্লকে ৪০০টির বেশি সেন্টার আছে। তার মধ্যে ২০০টির বেশি আইসিডিএস সেন্টার পাকা করে দেওয়া হয়েছে। নিজস্ব জায়গা থাকলে সেগুলোকেও পাকা করে দেওয়া হবে।তবে এই কেন্দ্রটি পাকাপোক্ত হওয়ায় বেজায় খুশি এলাকাবাসী।

Most Popular