জল্পনার অবসান, ইস্টবেঙ্গলের নতুন কোচ কার্লোস কুয়াদ্রাত

সংবাদ সংস্থা: অবশেষে নতুন কোচের নাম ঘোষণা করল ইস্টবেঙ্গল। স্টিফেন কনস্ট্যানটাইনের উত্তরসূরি হলেন কার্লোস কুয়াদ্রাত। দীর্ঘ টালবাহানার পর শেষপর্যন্ত মঙ্গলবার বিকেলে স্প্যানিশ কোচের নাম ঘোষণা করা হল। দু’বছরের চুক্তিতে নিয়ে আসা হল আইএসএল জয়ী কোচকে। দু’বার আইএসএল জয়ী অ্যান্তনিয় হাবাসের সঙ্গেও কথা চালাচ্ছিল ইস্টবেঙ্গল। কিন্তু শেষপর্যন্ত বেঙ্গালুরুর প্রাক্তনীকেই বেছে নেওয়া হল।
ভারতে ফিরতে পেরে খুশি স্প্যানিশ কোচ। কার্লোস কুয়াদ্রাত বলেন, ‘আমি দু’বছরের জন্য ইস্টবেঙ্গলের হেড কোচ হিসেবে নিযুক্ত হতে পেরে গর্বিত। ইস্টবেঙ্গলের মতো ঐতিহাসিক ক্লাব যাদের এত ট্রফি রয়েছে, তাদের কোচ হতে পেরে আমি উত্তেজিত। ভারতে ফিরতে পেরেও খুশি। ওখানে আমার অনেক ভাল স্মৃতি রয়েছে। আমি নিজের সেরাটা দেব। আশা করছি লাল হলুদ সমর্থকদের আনন্দ দিতে পারব।’
কুয়াদ্রাতের কোচিংয়ে ২০১৮-১৯ মরশুমে আইএসএল জেতে বেঙ্গালুরু। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম ক্লাব হিসেবে লিগে একনম্বর হওয়ার পাশাপাশি আইএসএলও জেতে বেঙ্গালুরু। টানা ১১ ম্যাচ অপরাজিত ছিলেন সুনীলরা। ঘরের মাঠ কান্তিরাভা স্টেডিয়ামে ১৭ ম্যাচ অপরাজিত ছিল বেঙ্গালুরু। বহু সাফল্য রয়েছে তাঁর ঝুলিতে। ইস্টবেঙ্গলের ট্রফির খরা কাটাতে পারেন কিনা সেটাই দেখার।