আইপিএলে দুর্দান্ত খেলার পুরস্কার, ১৫ মাস পর জাতীয় দলে ফিরলেন রাহানে

সংবাদ সংস্থা: আইপিএলে দুর্দান্ত খেলার পুরস্কার পেলেন অজিঙ্কা রাহানে।অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে টিম ইন্ডিয়ার ১৫ জনের দলে সুযোগ পেলেন ৩৪ বছরের রাহানে। প্রায় ১৫ মাস পর জাতীয় দলে ফিরলেন তিনি। দেশের হয়ে শেষবার টেস্ট খেলেছিলেন গত বছরের জানুয়ারিতে।আইপিএলে এবার চেন্নাইয়ের হয়ে খেলছেন রাহানে। একাধিক মারকাটারি ইনিংস ইতিমধ্যেই খেলে ফেলেছেন।
কেকেআরের বিরুদ্ধে ইডেনে তো রাহানে একেবারে সুপারহিট। এখনও অবধি করে ফেলেছেন ২০৯ রান। স্ট্রাইক রেট ১৯৯.০৪! গড় ৫২.২৫। তাই নির্বাচকরা আর ভুল করতে রাজি নন। রাহানেকে দলে ফিরিয়ে নিলেন। শ্রেয়স আইয়ার চোটের জন্য খেলতে পারবেন না। একটা নির্ভরযোগ্য ব্যাটার মিডল অর্ডারে দরকার ছিল। তার উপর সূর্যকুমার যাদব বর্ডার–গাভাসকার ট্রফিতে ডাহা ফেল।
তাঁকে ফাইনালের দলে রাখেনওনি নির্বাচকরা।দেশের হয়ে এখনও অবধি ৮২ টেস্ট খেলা রাহানে যেমন ফিরেছেন। তেমনি অলরাউন্ডার শার্দূল ঠাকুরকেও জায়গা দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ও চতুর্থ টেস্টে যে দল ছিল, সেখান থেকে সূর্য ছাড়া বাদ গেছেন কুলদীপ যাদব ও ঈশান কিষান।