Thursday, April 25, 2024
spot_img
Homeজেলাবকখালিতে বেড়াতে এসে সমুদ্রে স্নান করতে নেমে মৃত্যু হল এক পর্যটকের

বকখালিতে বেড়াতে এসে সমুদ্রে স্নান করতে নেমে মৃত্যু হল এক পর্যটকের

অমিত মণ্ডল, বকখালি: সমুদ্রে স্নান করতে নেমে মৃত্যু হল এক পর্যটকের। সোমবার ঘটনাটি ঘটেছে নামখানা ব্লকের ফেজারগঞ্জ উপকূল থানার বকখালিতে। মৃত ওই পর্যটকের নাম আরফত মণ্ডল। পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যান ফ্রেজারগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

বকখালিতে বেড়াতে এসে সমুদ্রে স্নান করতে নেমে মৃত্যু হল এক পর্যটকের

পুলিশ দেহটিকে ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে কী কারণে এই মৃত্যু, তার তদন্ত শুরু করেছে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ফ্রেজারগঞ্জের বকখালিতে বেড়াতে এসেছিলেন জয়নগর থানার গোলাবাড়ি এলাকার বাসিন্দা বছর পঞ্চাশের আরফত মণ্ডল ও তাঁর কয়েকজন সঙ্গী।

বকখালিতে বেড়াতে এসে সমুদ্রে স্নান করতে নেমে মৃত্যু হল এক পর্যটকের

তাঁরা একটি হোটেলে ওঠেন। দুপুরে বকখালিতে সমুদ্রে স্নান করতে নামেন তাঁরা। হাঁটুসমান জলে নামার সঙ্গে সঙ্গে জলের মধ্যে পড়ে অচেতন হয়ে যান আরফত। তাঁর সঙ্গে থাকা অন্যান্য সঙ্গীরা কাছাকাছি থাকা পুলিশ ফাঁড়িতে খবর দেন। পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে জল থেকে আরফতকে তুলে তড়িঘড়ি তাঁকে নিয়ে যান ফ্রেজারগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রে।

বকখালিতে বেড়াতে এসে সমুদ্রে স্নান করতে নেমে মৃত্যু হল এক পর্যটকের

সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মদ্যপ অবস্থায় সমুদ্রে নামার সঙ্গে সঙ্গে হৃদরোগে আক্রান্ত হয়ে ওই পর্যটকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে তবেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Most Popular