
বিশ্ব সমাচার, বারুইপুর: সোমবার সকালে কাজ করতে গিয়ে রেললাইন পায়ে পড়ে তিনজন গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তিদের নাম আমিরুল মিদ্যে, অচিন মোল্লা ও জালালউদ্দিন গাজি। বাড়ি দক্ষিণ ২৪ পরগনার লক্ষ্মীকান্তপুর অঞ্চলে। স্থানীয় সূত্রে খবর, সোমবার সকালে এঁরা বারুইপুর ভার্তিয়ার কাছে কুড়ি নম্বর রেলগেট অঞ্চলে রেললাইনের কাজ করছিলেন একটি বেসরকারি সংস্থার হয়ে।
যখন লাইন তুলে আবার লাইন পাততে যাবেন, এমন সময় লাইনটি পড়ে যান এবং তিনজনের পায়ে গুরুতর আঘাত লাগে। তাঁদেরকে সঙ্গে সঙ্গে অন্যান্য সহকর্মীরা দু’টি টোটো গাড়িতে করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান।
অন্যদিকে, বারুইপুর পুরন্দপুরের বাসিন্দা বিশ্বজিৎ নস্কর দক্ষিণ বারাসতে এক আত্মীয়ের বাড়িতে নিমন্ত্রণে গিয়েছিলেন।
সেখান থেকে বারুইপুর স্টেশন আসেন এবং স্টেশন থেকে সাইকেল করে বাড়ি যাওয়ার সময় মুক্তি সংঘের কাছে বাইপাস এলাকায় তাঁর সাইকেলে সজোরে এসে ধাক্কা মারে। তিনি সঙ্গে সঙ্গে সাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়েন। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাঁকে নিয়ে বারুইপুর মহকুমা হাসপাতালে আসেন। তাঁর মাথায়, কাঁধে ও হাতে গুরুতর আঘাত লাগে।