খবররাজ্য

স্নান করতে নেমে তলিয়ে গেল ৫ শিশু, মৃত্যু ১ জনের, নিখোঁজ আরও ১

স্টাফ রিপোর্টার: মুর্শিদাবাদের সাগরদিঘিতে ভাগীরথীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক শিশুর। নিখোঁজ আরও এক শিশু। স্থানীয় সূত্রে খবর, সাগরদিঘির কাবিলপুর এলাকায় ভাগীরথীতে স্নান করতে যায় ৫ কিশোর-কিশোরী। স্থানীয়দের দাবি, তারা সবাই নৌকা থেকে জলে লাফ দেয়। কিন্তু সাঁতার না জানায় পাঁচ জনই তলিয়ে যেতে থাকে। স্থানীয়রা তৎপরতায় সঙ্গে তিন জনকে উদ্ধার করে।

কিন্তু এক শিশুকে অনেক ক্ষণ পর উদ্ধার করা যায়।এর কিছুক্ষণ পর এক শিশুকে উদ্ধার করা হলেও, ততক্ষণে তার মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম সাথী মণ্ডল( ১০) বছর। অন্য দিকে, রকি মণ্ডল নামে এক কিশোরের খোঁজ চলছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছয় সাগরদিঘি থানার পুলিশ। খবর দেওয়া হয়েছে ডুবুরি টিমকে।নিখোঁজ কিশোরের খোঁজে তল্লাশির মধ্যে নদীর পারে ভিড় জমিয়েছেন স্থানীয়রা। উৎকণ্ঠায় নদীর পারে অপেক্ষায় নিখোঁজের পরিবারও।

কী ভাবে পাঁচ নাবালক-নাবালিকা নৌকায় নদীতে গেল, সাঁতার না জানা সত্ত্বেও কেন তারা লাফ দিতে গেল, তা এখনও পরিষ্কার নয়।এক শিশুর মা যমুনা মণ্ডল জানান, বারবার নিষেধ করা সত্ত্বেও শিশুরা শোনেনি। সবাই মিলে স্নান করতে নেমে যায়। তাঁর অনুমান নদীর ঘূর্ণির তোড়েই টাল সামলাতে না পেরে তলিয়ে গিয়েছে শিশুরা। প্রশাসনের তরফে দ্রুততার সঙ্গে কেউ ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ জানিয়েছেন তিনি।

Related Articles

Back to top button
error: Content is protected !!