হেদায়তুল্লা পুরকাইত, ডায়মন্ড হারবার : কালি পুজো উপলক্ষ্যে বাজি ফাটাতে গিয়ে মাথায় আঘাত লেগে মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম জয় পুরকাইত (২৬)। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে দক্ষিণ ২৪ পরগনা জেলার রামনগর থানার মাথুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, মাথুর গ্রামে শনিবার রাতে কালি পুজো উপলক্ষ্যে বাজি ফাটানো চলছিলো। বাজি ফাটানোর সময় জয় পুরকাইত মাথায় বাজির সেল বসিয়ে বাজি ফাটাছিলো।
এই ঘটনা দেখে স্থানীয়রা এবং পরিবারের লোকজন বার বার নিষেধ করছিলেন, কারণ যে কোন সময় বড় বিপদ ঘটতে পারে। তবে কারোর কথায় কান না দিয়ে, জয় মাথার উপর বাজির সেল বসিয়ে কয়েকটি বাজি ফাটাতে থাকে। কিন্তু হঠাৎই একটি বাজিতে বিপত্তি ঘটে। বাজির আঘাতে মাথার খুলি ফেটে যায়। এই ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাকে উদ্ধার করে, ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় সূত্রে আরও জানা যায়, কালি পুজো উপলক্ষ্যে রবিবার এলাকায় সংস্কৃতি অনুষ্ঠান ছিলো। তবে এই ঘটনার পর সেই অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। যদিও নিয়ম নীতি মেনে সকাল বেলায় কালি প্রতিমাকে বিসর্জন দিয়ে দেওয়া হয়।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, জয় মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিল। গত কয়েকবছর আগে তার বাবা মিহির পুরকাইতের মৃত্যু হয়। মা ও বোনকে নিয়ে কোন রকমের সংসার চলতো। সংসারে অভাব দূর করতে জয় মাঝে মধ্যেই বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা দিতো। জানা যায়, পরীক্ষা দিয়ে জয় বিএসএফ প্রশিক্ষনে সুযোগ পায়।
ভেবে ছিলো এবারে মা ও ছোট বোনকে নিয়ে সুখে সংসার চলবে। কিন্তু তার আগেই ঘটে গেল বিপত্তি। তবে গত কয়েকবছর আগে স্বামীকে হারিয়ে এবং শনিবার রাতে ছেলের মৃত্যুর সংবাদ শুনে বাকরুদ্ধ হয়ে গিয়েছেন জয়ের মা।