
প্রদীপকুমার সিংহ, বারুইপুর: শনিবার খুশির ঈদ উৎসব উপলক্ষে বারুইপুরের বিভিন্ন জায়গায় নানা অনুষ্ঠান হয়। এদিন সকালে এই উপলক্ষে নামাজ পড়া হয় বারুইপুর আদালত প্রাঙ্গণে। এখানে উপস্থিত ছিলেন বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, বারুইপুর পুরসভার পৌরপ্রধান শক্তি রায়চৌধুরী, উপপুরপ্রধান গৌতম দাস, বারুইপুরের এইচডিপিও আকিষ বিশ্বাস, বারুইপুর থানার আধিকারিক সৌমজিৎ রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং মুসলিম সমাজের মানুষরা।
নামাজ পাঠ হয়ে যাওয়ার পর বিমানবাবু বলেন, উৎসব সবার। খুশির ঈদ উপলক্ষে মুসলিম সমাজে মানুষদের তিনি শুভেচ্ছা জানান। সবাই যাতে শান্তিতে থাকেন, ভালো থাকেন, সেই কামনা করেন।বারুইপুরের নব নুর যুবক সংঘের পরিচালনায় এবারে ইদ উৎসব উপলক্ষে তাদের মণ্ডপের থিম ব্রুরাইয়ের মসজিদ। এটির উদ্বোধন করেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।
উপস্থিত ছিলেন বারুইপুর পুরসভার উপপুরপ্রধান গৌতম দাস, দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের উপাধ্যক্ষ জয়ন্ত ভদ্র সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এবার নব নুর যুবক সংঘের পরিচালনায় ৪০০ দুঃস্থ মানুষকে সাহায্য করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন ফুটবলার অমিত দাস, মেহেতাব হোসেন,
বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের উপাধ্যক্ষ জয়ন্ত ভদ্র, বারইপুর পুরসভার উপপুরপিতা গৌতম দাস, বারুইপুর মাদার গ্রাম পঞ্চায়েতের সদস্য রফিক মোল্লা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।