সংবাদ সংস্থা: এটাই কি তবে শেষ আইপিএল? দীর্ঘদিন ধরেই জল্পনা চলছে।অনেকেই বলছেন, এটাই সম্ভবত ধোনির শেষ আইপিএল। শুক্রবার চেন্নাইয়ে সানরাইজার্স হায়দরাবাদকে সাত উইকেটে হারিয়ে ওঠার পর স্বয়ং সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বলেছেন, ‘আমার কেরিয়ারের শেষ পর্ব চলছে।’ ম্যাচ শেষে ধোনি বলেছেন, ‘দীর্ঘদিন ধরে খেলছি। এটাই আমার কেরিয়ারের শেষ পর্ব।’
দু’বছর পর ঘরের মাঠে খেলাটা যে উপভোগ করছেন তা বলেছেন ধোনি। তাঁর কথায়, ‘প্রায় দু’বছর পর দর্শকরা এই মাঠে আমাদের খেলা দেখতে পাচ্ছেন। এই মাঠে খেলতে ভাল লাগে। দর্শকরা আমাদের অনেক ভালবাসা দিয়েছে।’ ম্যাচ জেতার পর সতীর্থদের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। বিশেষ করে বোলারদের।
বিশেষ করে শ্রীলঙ্কান পেসার পাথিরানা ও রবীন্দ্র জাদেজার প্রশংসায় পঞ্চমুখ ছিলেন ধোনি।কিন্তু খেলা শেষে ধোনির এই ‘কেরিয়ারের শেষ পর্ব’ কথাটাই সবার মুখে মুখে ঘুরছে। প্রশ্ন উঠছে, ক্রিকেটার ধোনিকে কি আর আইপিএলে দেখা যাবে না আগামী মরশুমে।