খেলা

একজন ক্যাপ্টেন হিসেবে সর্বক্ষণ দলের সম্পর্কেই ভেবেছি : বিরাট

সংবাদ সংস্থা: ভারতীয় ক্রিকেটে বর্তমান এক তারকার নাম বিরাট কোহলি।ক্রিকেট বিশ্বে তিনি কিং কোহেলি নামে পরিচিত।কিংবদন্তি সচিন তেন্ডুলকরের সঙ্গেও তাঁকে বিভিন্ন সময় তুলনা করা হয়। এই বিরাট ধোনির হাত থেকে দেশের ক্রিকেটের ব্যাটন তুলে নেন তিনি। অধিনায়ক হিসেবে আইসিসির বিভিন্ন টুর্নামেন্টে সেমিফাইনাল বা ফাইনাল পর্যন্ত পৌঁছালেও কাপ জিততে পারেনি।

এই নিয়ে অনেক কটাক্ষের মুখেও পড়তে হয়েছে তাঁকে। অবশেষে তিনি ভারতীয় দলের অধিনায়কত্ব ছেড়ে দেন। আর এই নিয়ে দ্বন্দ্ব তৈরি হয় তৎকালীন বোর্ড সভাপতি সৌরভের সাথে। যা এখনও চলছে। আর এই নিয়েই এবার মুখ খুললেন বিরাট। তিনি জানান, ‘অধিনায়ক হিসাবে আমি সবসময় দলের কথা ভেবেছি। দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি।’

তিনি আরও বলেন, ‘একজন ক্যাপ্টেন হিসেবে আমি সবসময় দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি।সর্বক্ষণ দলের সম্পর্কেই ভেবেছি। আমি কোনও দিনই শুধু নিজের কথা ভেবে ক্রিকেট খেলিনি। আগামি দিনেও তা করব না এই বিষয়ে আমি ১০০ শতাংশ নিশ্চিত।’

Related Articles

Back to top button
error: Content is protected !!