
হেদায়তুল্লা পুরকাইত, ডায়মন্ড হারবার: কাজি নজরুল ইসলামের ভাষায়,
‘শত যোজনের কত মরুভূমি পারায়ে গো,
কত বালুচরে কত আঁখি – ধারা ঝরায়ে গো,
বরষের পরে আসিল ইদ!’
রমজান মাসে উপবাস থেকে শাওয়াল মাসের প্রথম দিন ইদের খুশিতে মেতে উঠল মুসলমান সম্প্রদায়ের মানুষজন। শনিবার দেশজুড়ে পালিত হল ইদুলফিতর।
এদিন সকালে মসজিদে, ইদগাতে নামাজ পাঠ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে বিশ্বে শান্তির জন্য দোয়া করেন সকলে।আরবি মাসের নবম মাস রমজান। রমজান মাসের প্রথম দিন থেকে শুরু হয় রোজা। রমজান মাসে সারাদিন উপবাস থেকে রোজা পালন করা হয়। রমজান মাসের পর আরবি দশম মাস শাওয়াল মাস। শাওয়াল মাসের প্রথম দিন ইদুলফিতর উৎসব পালন করেন মুসলমান সম্প্রদায়ের মানুষজন।
এদিন শাওয়াল মাসের প্রথম দিন হওয়ায় দেশজুড়ে পালিত হল ইদুলফিতর উৎসব। সারাদেশের সঙ্গে এদিন ডায়মন্ড হারবার, মগরাহাট, উস্থি, ফলতা সহ বিভিন্ন এলাকার মুসলমান সম্প্রদায়ের মানুষজন ইদ উৎসব পালন করেন। মসজিদে মসজিদে তাঁরা ইদের নামাজ পড়েন, নামাজ শেষে দোয়া করেন বিশ্ববাসীর জন্য। পর একে অপরকে বুকে টেনে কোলাকুলি করেন।