খবরজেলা

ফিল্মি কায়দায় অটো চুরির হদিশ বারুইপুরে, ধৃত ৫, উদ্ধার ৬টি অটো

প্রদীপকুমার সিংহ, বারুইপুর: তিন মাস আগে একটি অটো চুরি যাওয়ার ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশ অবাক হয়ে যায়। শুক্রবার বারুইপুর থানায় অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) পার্থ ঘোষ সাংবাদিক বৈঠক করে বলেন, জয়নগর থেকে চুরি যাওয়া অটোর তদন্তে নেমে পাঁচজনকে গ্রেফতার করেছে বারুইপুর থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, যাত্রী সেজে প্রথমে অটো রিজার্ভ করা হত। হিজাব পরে বিভিন্ন জায়গায় যাওয়া হত। অটোতে কিছু সামগ্রী তোলার নাম করে অটোর ড্রাইভারকে নিয়ে যাওয়া হত কিছুটা দূরে। তার মধ্যেই অন্য এক ব্যক্তি এসে অটো নিয়ে চম্পট দিত। পুলিশ বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। প্রথমে নৌশাদ মোল্লাকে গ্রেফতার করে। পরে আরও চারজনকে গ্রেফতার করে পুলিশ।

এরা হল শেখ শরফুদ্দিন, শোভন মল্লিক, সাইফুল খান ও ভোলা চাপাদার। দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন প্রান্ত থেকে অটো চুরির চক্র চালাচ্ছিল তারা। এর পিছনে আরও বেশ কয়েকজন রয়েছে বলে পুলিশের প্রাথমিক ধারণা। প্রথমে অটো ড্রাইভারকে বোকা বানিয়ে অটো চুরি করত। তারপর অটোর নম্বর প্লেট বদল করে বিভিন্ন এলাকায় বিক্রি করে দিত তারা। বেশ কয়েকটি অটো তারা নিজেরাই চালাচ্ছিল।

দক্ষিণ ২৪ পরগনার জয়নগর, মন্দিরবাজার, বিষ্ণুপুর, চম্পাহাটি এলাকায় এই চক্র কাজ করত। সাংবাদিক বৈঠকে অতিরিক্ত পুলিশ সুপার জোনাল পার্থ ঘোষ ছাড়াও বারুইপুরে এসডিপিও আতিশ বিশ্বাস, বারুইপুর থানার আধিকারিক সৌমজিৎ রায় উপস্থিত ছিলেন। ধৃতদের শুক্রবার বারইপুর থানার পুলিশের পক্ষ থেকে বারইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। বিচারক ধৃতদের পাঁচদিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন

Related Articles

Back to top button
error: Content is protected !!