খবররাজ্য

এবার পুরসভা নিয়োগ তদন্তেও সিবিআই, সাহায্য করতে হবে রাজ্য পুলিশকেও

স্টাফ রিপোর্টার: গরু, কয়লা, শিক্ষা দুর্নীতির পর এবার পুরসভায় নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এক নির্দেশে বলেছেন, চাইলে অয়ন শীলের বাড়ি থেকে উদ্ধার হওয়া নথির ভিত্তিতে পুরসভা নিয়োগ দুর্নীতির তদন্ত করতে পারবে সিবিআই।

সিবিআইরকে তদন্তে সহযোগিতা করতে রাজ্য পুলিশের ডিজি ও মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছে আদালত। ২৮ এপ্রিল সিবিআইকে তদন্ত সংক্রান্ত প্রাথমিক রিপোর্ট পেশ করতে হবে।নিয়োগ দুর্নীতির অন্যতম অভিযুক্ত অয়ন শীলের বাড়িতে তল্লাশির সময় পুরসভায় নিয়োগ সংক্রান্ত প্রচুর নথি উদ্ধার করে ইডি। এর পর জানা যায়, রাজ্যের অন্তত ৭০ পুরসভায় নিয়োগে দুর্নীতি হয়েছে।

যার মূল হোতা ছিলেন অয়ন শীল। বিষয়টি সম্পর্কে সিবিআইকে জানায় ইডি। এর পর এই দুর্নীতির তদন্ত করতে চেয়ে আদালতে আবেদন করে সিবিআই। সেই আবেদনের প্রেক্ষিতে শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পুরসভায় নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন।

Related Articles

Back to top button
error: Content is protected !!