খবররাজনীতিরাজ্য

‘মামলা করুন, কল রেকর্ড প্রকাশ্যে আনব’, চ্যালেঞ্জ শুভেন্দুর, পাল্টা ল্যাজেগোবরে করার হুঁশিয়ারি অভিষেকের

স্টাফ রিপোর্টার: অমিত শাহকে ফোন নিয়ে শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।মমতা বলেছিলেন, শুভেন্দু যদি তাঁর বক্তব্য প্রমাণ করতে পারেন, তা হলে তিনি মুখ্যমন্ত্রিত্বে ইস্তফা দেবেন। শুভেন্দু আবার দাবি করেছিলেন, বৃহস্পতিবার দুপুরে মমতার কল রেকর্ডিং প্রকাশ্যে এনে ‘সব ফাঁস’ করবেন। গোটা রাজ্য অধীর আগ্রহে বসেছিল শুভেন্দুর বক্তব্য জানার জন্য।কিন্তু বৃহস্পতিবার কথোপকথনের প্রমাণ দিলেন না বিরোধী দলনেতা।পাল্টা মুখ্যমন্ত্রীকে মামলা করার আহ্বান জানালেন।

এদিন সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা বলেন,’রাজ্যের প্রশাসনিক প্রধান আপনি। উচ্চ নিরাপত্তায় থাকেন। তাই আপনার কল রেকর্ডস এভাবে সর্বসমক্ষে প্রকাশ্যে আনা যায় না। তাই আমি আনতেও চাই না। তথ্য জানার অধিকার আইনে কিছু নিষেধাজ্ঞা রয়েছে। এক মাত্র আদালত হস্তক্ষেপ করলে এ সব পাওয়া যায়।’কল রের্কড প্রকাশ্যে আনার জন্য মুখ্যমন্ত্রীকেই মামলা করতে বলেন শুভেন্দু। তিনি বলেন,’আমি চাই আপনি মামলা করুন। মামলা করলে আমিও মামলার সূত্রেই তারা ৪ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত ল্যান্ডলাইনের কল রেকর্ডস দিতে বাধ্য হবে।

তখন জলের মতো সব পরিষ্কার হয়ে যাবে।’মুখ্যমন্ত্রীকে অপরাজেয় এবং আনচ্যালেঞ্জড বলে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেছেন, তাঁকে তিনি হারিয়েছেন। এরপর তাঁকে প্রাক্তন করেই ছাড়বেন বলেছেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের দেওয়া আইনি নোটিশের উত্তর শুক্রবার দেবেন বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী।পাশাপাশি রামনবমীর অশান্তিকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, পার্টি অফিসে বসে অশান্তির উসকানি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিনও তার পালটা দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা।

শুভেন্দু বলেন, “আপনি কি অমিত শাহকে উসকানি দিতে দেখেছেন? আপনি কি প্রমাণ করতে পারবেন যে, উনি দাঙ্গা বাধাতে বলেছে?যত প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কদর্যভাষায় আক্রমণ করবেন, ততই বিচ্ছিন্ন হবেন। নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে অভিযোগ করেছি। বলেছেন দলের নামে সর্বভারতীয় থাকবেন, কিন্তু তৃণমূল আঞ্চলিক পার্টি। তৃণমূলের কাউন্টিং এজেন্টদের তৃতীয় সারিতে বসতে হবে। দেখতে থাকুন, চোরেদের জেল যাত্রা সুনিশ্চিত হবে। আপনাকে কেউ দুর্নীতির বাইরে রাখতে পারবে না।”

এরপরই প্রমাণ না দিতে পারলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।এদিকে শুভেন্দুর প্রমাণতত্ব প্রসঙ্গে শুভেন্দুকে কটাক্ষ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।এদিন তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে অভিষেক বলেন, “ও পাবলিসিটি পাওয়ার জন্য, খবরে থাকার জন্য টুইট করেন। বলেন বোমা ফাটাব। কিন্তু তারপর দেখবেন কিছুই নেই।‘ফাঁপা বেলুন’।বেলুন খুললে যেমন গ্যাস বেরিয়ে যায়, তেমন।” অভিষেকের কথায়, “উনি ব্যক্তিগত স্তরে এত নিচে নেমেছেন যে আক্রমণ ছাড়া কিছুই বোঝেন না।

উনি প্রতিটা সাংবাদিক বৈঠক, সভায় আমাকে গালিগালাজ করেন। কিন্তু আমার নাম নেন না। ভাববাচ্যে কথা বলেন। এতে মামলা করা যায় না। তাই এসব করেন। শুধুই মিথ্যে কথা বলে বাজার গরম করার চেষ্টা।প্রায় হাজার দিন বিজেপিতে যোগ দিয়েছেন। হাজার সাংবাদিক বৈঠক করে তাঁর বিরুদ্ধে অভিযোগ করলেও কোনওটাই প্রমাণ করতে পারেননি।” অভিষেকের সংযোজন, ‘‘ওঁর কাজই অভিযোগ করা। আর কথায় কথায় মিথ্যে বলা। উনি বলছেন, মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করে রাজনীতি ছাড়ব।

প্রমাণ করুন। মুখ্যমন্ত্রী বলেছেন প্রমাণ করলে ইস্তফা দেব। প্রমাণ করুন, কে বারণ করছে? এত ভাল সুযোগ সারা জীবনে পাবেন না। গতকাল বললেন, সব আগামী কাল ফাঁস করবেন। আজ বলছেন, আমি চাইছি হাই কোর্টে মামলা হোক। হাই কোর্টে মামলা হলে, কোর্ট নির্দেশ দিলে সব ফাঁস করব।’’ এর পরেই অভিষেকের হুঁশিয়ারি, ‘‘হাই কোর্টে মামলা হবেই, ল্যাজে-গোবরে করব। কেউ বাঁচাতে পারবেন না। প্রোটেকশন দেবেন না।’’

Related Articles

Back to top button
error: Content is protected !!