সংবাদ সংস্থা: আদালতে ধাক্কা খেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।গত ২৩ মার্চ রাহুল গান্ধির জামিন মঞ্জুর করে তাঁর দু’বছরের শাস্তির নির্দেশ দিয়েছিল সুরাত ম্যাজিস্ট্রেট আদালত। সেই নির্দেশের উপরে স্থগিতাদেশ চেয়ে সুরাত দায়েরা আদালতে আর্জি জানিয়েছিলেন রাহুল গান্ধি৷
কিন্তু কংগ্রেস নেতার আবেদন খারিজ করে দিল গুজরাতের সুরাত দায়েরা আদালত। এর ফলে এখনই সাংসদ হিসাবে পার্লামেন্টে ফিরতে পারবেন না রাহুল।এই পরিস্থিতিতে কংগ্রেস নেতা তথা বিশিষ্ট আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি বলেন, ‘‘আমরা সমস্ত আইনি সম্ভাবনা খতিয়ে দেখছি।’’ তাঁর ইঙ্গিত, সুরাত দায়রা আদালতের রায়কে হাই কোর্টে চ্যালেঞ্জ জানাবে কংগ্রেস।
এদিকে রাহুল গান্ধীর সাজা বহাল রাখার রায়কে স্বাগত জানাল বিজেপি। দলের মুখপাত্র সম্বিত পাত্র বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে বলেন, ‘‘সুরাতের দায়রা আদালতের রায়ে দেশবাসী খুশি। এই রায় সপাটে চড় মেরেছে গান্ধী পরিবারের ঔদ্ধত্যে। প্রমাণিত হয়েছে, আইন সকলের ক্ষেত্রেই সমান। এই রায় বিচারব্যবস্থা এবং আমজনতার জয়।”