
স্টাফ রিপোর্টার: মুকুল রায়ের দিল্লিযাত্রা প্রসঙ্গে তৃণমূলের পক্ষে অস্বস্তিকর মন্তব্য করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র।তিনি জানিয়েছেন,মুকুলকে নেওয়ার সময় মনে হচ্ছিল দিল্লিতে বিজেপির সিংহাসন দখল হয়েছে। গত বছর ২১শে জুলাই মমতা অভিষেকের পাশেই মুকুলের চেয়ার ছিল।
বিজেপিতে চলে গিয়ে সব খবর দিয়ে তারপর পাগল সেজে এলে মঞ্চে জায়গা হয়ে যাবে? কেউ আসছে যাচ্ছে, দলটা রেস্তরাঁ হয়ে গিয়েছে। সবাই তো এবার মুকুলের পথে হাঁটবে। তিনি বলেন,মুকুলকে কেনই বা নিয়ে আসা হল, কেন এত মুকুল মুকুল হচ্ছে! এর সঙ্গেই তিনি জানিয়ে দেন এই কথার জন্য দল তাঁকে শোকজ করলেও তিনি তৈরি রয়েছেন।