স্টাফ রিপোর্টার: ‘দুয়ারে সরকার’, ‘দিদির দূতে’র পর এবার শুরু হচ্ছে ঘাসফুল শিবিরের নয়া অভিযান ‘সংযোগ যাত্রা’। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এই নয়া কর্মসূচির কথা ঘোষণা করেন। তিনি জানান, আগামী ২৫ এপ্রিল থেকে শুরু হচ্ছে এই সংযোগ যাত্রা।নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়।
টানা দু’মাস ধরে গোটা রাজ্যে ঘুরবেন অভিষেক স্বয়ং। তাঁদের কোনও সমস্যা আছে কি না, সব সরকারি প্রকল্পের সুবিধা তাঁরা পাচ্ছেন কি না, কোথাও কোনও কাজ আটকে আছে কি না, তা শুনবেন অভিষেক। সেই অনুযায়ী সাহায্যের হাতও বাড়িয়ে দেবেন।মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এই গরমের মধ্যেও মানুষের কাছে পৌঁছে যাব আমরা। অভিষেককে দায়িত্ব দেওয়া হয়েছে।
যদিও অভিষেককে বলছিলাম গরমের মধ্যে এই কর্মসূচি বেশ কঠিন।” তবে অভিষেক জানিয়েছেন তাঁর অসুবিধা হবে না।জানা গিয়েছে, উত্তরবঙ্গের জেলা থেকে শুরু হবে এই কর্মসূচি। আগামী ২৫ ও ২৬ এপ্রিল কোচবিহারে সংযোগ যাত্রা করবেন অভিষেক।