Thursday, September 19, 2024
spot_img
spot_img
Homeজেলাট্রেনে অসুস্থ যুবককে সেবাসুশ্রূষা করে পরিবারের হাতে তুলে দিল আরপিএফ

ট্রেনে অসুস্থ যুবককে সেবাসুশ্রূষা করে পরিবারের হাতে তুলে দিল আরপিএফ

বান্টি মুখার্জি, ক্যানিং: আবারও মানবিক ভূমিকায় অবতীর্ণ হতে দেখা গেল আরপিএফকে। প্রচণ্ড গরমের মধ্যে ট্রেনের মধ্যে অসুস্থ যুবককে উদ্ধার করল তারা। পাশাপাশি প্রাথমিক ভাবে তাঁকে সেবাসুশ্রূষা করে তাঁর পরিবারে হাতে তুলে দিল। এই ঘটনায় সাধারণ নিত্যরেলযাত্রীরা আরপিএফের ভূমিকার প্রশংসা করছেন।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ঘড়ির কাঁটা তখন প্রায় দুপুর প্রায় ১২টার ঘরে।

ট্রেনে অসুস্থ যুবককে সেবাসুশ্রূষা করে পরিবারের হাতে তুলে দিল আরপিএফ

ক্যানিং স্টেশনের ২ নম্বর প্লাটফর্মে এসে দাঁড়িয়েছে ডাউন ক্যানিং-শিয়ালদহ লোকাল। প্রচণ্ড গরমে ট্রেনের মধ্যে অসুস্থ হয়ে পড়ে রয়েছেন এক যুবক। সাধারণ যাত্রীরা উঁকি-ঝুঁকি মেরে যে যাঁর গন্তব্যে রওনা দিয়েছেন। এই খবর পৌঁছয় ক্যানিং স্টেশনে কর্তব্যরত আরপিএফের এসআই এন কে পান্ডের কাছে। খবর পাওয়া মাত্র তিনি ও তাঁর দুই সহ কর্মী স্বাতী দে ও স্বর্ণলতা বিশ্বাস ট্রেনের কামরার কাছে দৌড়ে যান।

ট্রেনে অসুস্থ যুবককে সেবাসুশ্রূষা করে পরিবারের হাতে তুলে দিল আরপিএফ

তড়িঘড়ি ওই যুবককে উদ্ধার করেন। প্রাথমিক ভাবে তাঁকে সেবাসুশ্রূষা করেন। সম্বিৎ ফেরে যুবকের। জানা গিয়েছে, ওই যুবকের নাম সনৎ নস্কর। বাড়ি ক্যানিং থানার নিকারিঘাটা পঞ্চায়েতের হিঞ্চাখালি গ্রামে। এদিন সকালে বাড়ি থেকে বেরিয়ে সোনারপুর এলাকায় গিয়েছিলেন কাজ করতে।

ট্রেনে অসুস্থ যুবককে সেবাসুশ্রূষা করে পরিবারের হাতে তুলে দিল আরপিএফ

সেখানে প্রচণ্ড গরমে অসুস্থ বোধ করেন। ওই যুবক ট্রেনে চেপে ক্যানিংয়ের বাড়িতে ফিরছিলেন। ট্রেনের মধ্যেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি।অন্য এক সহযাত্রী শ্যামল নস্কর বলেন, ট্রেনের মধ্যে অপরিচিত ওই যুবক অসুস্থ হয়ে পড়ায় কী করবে ভেবে পাচ্ছিলাম না। পরে ক্যানিং স্টেশনে কর্তব্যরত আরপিএফকে খবর দিই।

ট্রেনে অসুস্থ যুবককে সেবাসুশ্রূষা করে পরিবারের হাতে তুলে দিল আরপিএফ

তাঁরা ওই যুবককে উদ্ধার করে সুস্থ করে তোলেন। পরে পরিবারের লোকজনকে খবর দেওয়া হয় পুলিশের তরফে। পরিবারের লোকজন ওই যুবককে বাড়িতে নিয়ে যান।অসুস্থ যুবক সনৎ নস্কর জানিয়েছেন, ক্যানিং আরপিএফের জন্য সুস্থ হয়ে বাড়িতে ফিরতে পেরেছি। তাঁদেরকে অসংখ্য ধন্যবাদ।

Html code here! Replace this with any non empty raw html code and that's it.

Most Popular

error: Content is protected !!