
প্রদীপ কুমার সিংহ, বারুইপুর : এখন রমজান মাস চলছে। এই রমজান মাসের ২৫ তম দিন উপলক্ষ্যে বারুইপুরে ইফতার পার্টি হয়। এই ইফতার পার্টির উদ্যোক্তা ছিলেন বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এই ইফতার পার্টি অনুষ্ঠানটি হয় বারুইপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের নজরুল স্মরণীর অমৃতরাল কলেজ মাঠ এলাকায়।
এলাকার বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়, সোনারপুরের উত্তর বিধানসভার বিধায়িকা ফিরদৌসী বেগম, সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ীকা লাভলী মৈত্র, দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের উপাধ্যক্ষ জয়ন্ত ভদ্র, বারুইপুর পৌরসভার উপ পৌর পিতা গৌতম দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি কানন দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। একই সঙ্গে এদিন বহু মানুষ যারা রোজা করেছেন ও শুভাকাঙ্ক্ষীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এবিষয়ে লাভলী মৈত্র বলেন, এখন চারিদিকেই ইফতার পার্টি চলছে। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় আমাদেরকে বলেছিলেন, তাই এই প্রথম বারুইপুরে ইফতার পার্টিতে এলাম। অন্যদিকে ফেরদৌসি বেগম বলেন, প্রায় প্রতিবছরই বারুইপুরে ইফতার পার্টিতে উপস্থিত থাকেন এবং সেই সঙ্গে এদিন তিনি মুসলিম সমাজের মানুষদের রমজান মাসের শুভেচ্ছা জানান।
অপরদিকে বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, এবছর রমজান মাসে খুব গরম পড়েছে। এই গরমের মধ্যেও সবাইকে সুস্থ থেকে খুশির ঈদ উদযাপন করতে হবে। এদিন তিনি সবাইকে শুভেচ্ছাও জানান।