স্টাফ রিপোর্টার : দেশের ৩০ জন মুখ্যমন্ত্রীর মধ্যে ২৯ জনই কোটিপতি ! ব্যতিক্রম শুধু মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী হলফনামা থেকে এই তথ্য তুলে ধরেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস। রিপোর্ট অনুযায়ী, দেশের ৩০ জন মুখ্যমন্ত্রীর মধ্যে ২৯ জনই কোটিপতি। এমনকী সর্বহারার দল সিপিএমের একমাত্র মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও কোটিপতি।
গোটা তালিকায় ব্যতিক্রম শুধুই মমতা । এডিআরের রিপোর্ট অনুযায়ী, এরাজ্যের মুখ্যমন্ত্রীর সম্পত্তির পরিমাণ মাত্র ১৫ লক্ষ টাকার সামান্য বেশি।দেশের দরিত্র মুখ্যমন্ত্রীদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন কেরলের পিনারাই বিজয়ন। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১ কোটির সামান্য বেশি।
হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টারের সম্পত্তির পরিমাণও এক কোটির সামান্য বেশি। দরিদ্র মুখ্যমন্ত্রীদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন তিনি। প্রদেশের প্রেমা খাণ্ডু (১৬৩ কোটি টাকার বেশি) ও ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক (৬৩ কোটি টাকার বেশি)