
সংবাদ সংস্থা: ৭১ হাজার জনের হাতে নিয়োগ পত্র তুলে দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে এই সব নিয়োগ পত্র নব নিযুক্ত চাকরি প্রাপকদের হাতে নিয়োগ পত্র তুলে দেবেন মোদী। সেই উপলক্ষে চাকরি প্রাপকদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর অফিসের তরফে মঙ্গলবার এ খবর জানানো হয়েছে। রোজগার মেলার অঙ্গ হিসাবে এই নিয়োগ পত্র তুলে দেবেন মোদী। দেশের যুবক যুবতীদের হাতে চাকরি তুলে দেওয়ার ব্যাপারে একাধিক বার জোর দিতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে।
শিক্ষিক যুবক-যুবতীদের কর্ম সংস্থানের ব্যাপারেও জোর দিয়েছিলেন তিনি। সেই পদক্ষেপ সফল করতেই এই উদ্যোগ মোদী সরকারের।এই ৭১ হাজার চাকরি প্রাপক বিভিন্ন পদে চাকরি পেয়েছেন।বৃহস্পতিবার মোদী যাঁদের হাতে নিয়োগপত্র তুলে দেবেন, তাঁরা কেন্দ্রীয় সরকারের অধীনে বিভিন্ন দফতরে চাকরি পেয়েছেন। কেন্দ্রীয় সরকারের অধীনস্ত বিভিন্ন দফতরে যে সব নিয়োগ প্রক্রিয়া হয়, তার মাধ্যমেই চাকরি পেয়েছেন তাঁরা।