রবীন্দ্রনাথ সামন্ত, পাথরপ্রতিমা: পাথরপ্রতিমার গোপালনগর গ্রাম পঞ্চায়েতের দুর্গাগোবিন্দপুর গ্রামের গোবেদিয়ার ৫০০ ফুট নদীবাঁধ ধস নেমে ভেঙে গিয়েছে। সেচ দপ্তর বাঁধ মেরামতিতে তড়িঘড়ি কাজ শুরু করে দিয়েছে। তবে স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, ওখানে কোনওরকমে মাটি দিয়ে জোড়াতাপ্পি দিয়ে কাজ হচ্ছে। সামনের কোটালে যদি জলস্ফীতি ঘটে, তাহলে ওই নদীবাঁধ ফের ভেঙে সারা গ্রাম প্লাবিত হতে পারে বলে স্থানীয় গ্রামবাসীরা আশঙ্কা করছেন। তাঁদের অভিযোগ, ওখানে নদীর জলের তীব্র স্রোত রয়েছে।
যদি লোহার খাঁচা না দেওয়া হয়, তাহলে নদীর ভাঙন রোধ করা যাবে না। ওখানে পাকাপোক্ত কংক্রিটের নদীবাঁধের দাবি করেছেন স্থানীয় গ্রামবাসীরা।এ বিষয়ে পাথরপ্রতিমার বিডিও রথীন চন্দ্র দে জানান, “গোবেদিয়া নদী বাঁধের কাজের পাশাপাশি ব্লকের অন্যান্য খারাপ নদী বাঁধেরও কাজ চলছে। একশো দিনের কাজের টাকা না পাওয়ার জন্য নদীবাঁধের কাজ করতে খুবই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে।”