Thursday, March 28, 2024
Homeরাজ্যআরও গরমের তেজে পুড়বে রাজ্য, পরামর্শ সতর্ক থাকার

আরও গরমের তেজে পুড়বে রাজ্য, পরামর্শ সতর্ক থাকার

স্টাফ রিপোর্টার : অস্বস্তিকর গরম থেকে এখনই রেহাই নয়। চলতি সপ্তাহে আরও তেজ বৃদ্ধি করবে গরম।সোমবার এমনটাই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।গত কয়েক দিন ধরেই গা-জ্বালানো গরমে কাহিল কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলা। চৈত্রের শেষলগ্নে কলকাতাতেই তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছে পৌঁছে গিয়েছে।

আরও গরমের তেজে পুড়বে রাজ্য, পরামর্শ সতর্ক থাকার

সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস।আরও বাড়বে এই ঊর্ধ্বসীমা।১৫ এপ্রিল পর্যন্ত তাপমাত্রা বেড়ে চলবে। এই পাঁচদিন গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। গরমের দাপটে নাকাল হবে পশ্চিমাঞ্চলের জেলাগুলি।এখনই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

আরও গরমের তেজে পুড়বে রাজ্য, পরামর্শ সতর্ক থাকার

সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রোদের তাপ এড়ানোর পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। সদ্যোজাত, শিশু, বয়স্ক এবং অসুস্থ মানুষদের সাবধানে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। বাইরে বেরোলে ছাতা, টুপি, রোদচশমা ব্যবহার করার কথা বলা হয়েছে।

Most Popular