
বান্টি মুখার্জি, ক্যানিং: দুই স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে সুন্দরবনের প্রত্যন্ত প্রান্তিক দ্বীপ এলাকায় পৌঁছে গেলেন কলকাতার বিখ্যাত নাক, কান, গলা, চক্ষু বিশেষঞ্জ চিকিৎসকদের একটি দল। সোমবার সেখানে বালি ২ পঞ্চায়েতের আদিবাসী পাড়া ও পূর্ব পাড়া এলাকায় একটি চিকিৎসা শিবিরের আয়োজন করা হয় উদ্যোক্তা স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে। এলাকার ছ’শোর বেশি মানুষ চিকিৎসা শিবিরে উপস্থিত হয়েছিলেন।
চিকিৎসার পাশাপাশি বিভিন্ন রোগের জন্য পর্যাপ্ত পরিমাণে ওষুধপত্রও দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে। এছাড়াও কলকাতার চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী যে সমস্ত রোগীর চোখের ছানি অপারেশন জরুরি, তাঁদের কলকাতায় নিয়ে এসে বিনা ব্যয়ে ছানি অপারেশন করার ব্যবস্থা করা হয়েছে চিকিৎসকদের উদ্যোগে। প্রায় ৩০ জন বৃদ্ধ-বৃদ্ধার ছানি অপারেশন করা হবে। এদিন উপস্থিত ছিলেন চক্ষু বিশেষঞ্জ ডাঃ শুভঙ্কর হোম, শিশু বিশেষঞ্জ ডাঃ সায়ন্তন সাহা, মহিলা রোগ বিশেষঞ্জ ডাঃ অন্বেষা দাস ঘোষ, প্রখ্যাত আন্তর্জাতিক সাঁতারু তথা খেলাশ্রী রবীন বলদে, সমাজসেবী তথা সুন্দরবন ফাউন্ডেশনের প্রসেনজিৎ মণ্ডল, সুভাষচন্দ্র দাশ সহ অন্যরা।
সাঁতারু রবীন বলদে জানিয়েছেন, খুব ছোটবেলায় বিনা চিকিৎসায় আমার বাবা হারু চরণ বলদে’র মৃত্যু হয়েছিল। পরিবারের আর্থিক অবস্থা ছিল নুন আনতে পান্ত ফুরানোর মতো।সেই পরিস্থিতিতে প্রতিঞ্জাবদ্ধ হই অসহায় দরিদ্র মানুষ যাতে বিনা চিকিৎসায় মারা না যায়। তার জন্য আমি প্রত্যন্ত প্রন্তিক গ্রামের মানুষের জন্য নিজেকে এমনভাবে উৎসর্গ করেছি। আগামী দিনেও এমন কর্মসূচি চালিয়ে যাব।
লিপি ফাউন্ডেশনের প্রধান কর্মকর্তা শ্বাশ্বতী হোম জানিয়ে, রবীন বলদে’র কথা শুনে আমরা বিগত দিনে সুন্দরবন সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে সমাজসেবা মূলক কাজ করেছি। আগামী দিনেও এমন ভাবেই অসহায় দরিদ্র মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রাখতে চাই।সমাজসেবী প্রসেনজিৎ মণ্ডল জানিয়েছেন, রবীন বলদে’র উদ্যোগে কলকাতার ডাক্তারবাবুরা যেভাবে প্রান্তিক গ্রামে এসে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিয়েছেন, তা ভালো উদ্যোগ।