খবররাজ্য

চাকরি বিক্রির ৭৫ শতাংশ গিয়েছে প্রভাবশালীদের কাছে, জেরায় স্বীকার অয়নের!

স্টাফ রিপোর্টার : নিয়োগ দুর্নীতি মামলায় অয়ন শীলকে জেরায় এবার উঠে এল নয়া বিস্ফোরক তথ্য। জেরায় প্রকাশ অয়নের পুর দুর্নীতির টাকা পৌঁছত প্রভাবশালীদের কাছে।১২ কোটি নয়, শুধুমাত্র পুরসভাতে চাকরি দিতেই ৪০ কোটি টাকা তুলেছিলেন অয়ন শীল। যার মধ্যে ৭৫ শতাংশ টাকা গিয়েছে প্রভাবশালীদের কাছে। নিয়োগ দুর্নীতিতে অয়ন শীলকে জেরা করে এমনই জানতে পেরেছে ইডি।

ইডি সূত্রে খবর, অয়ন শীলকে জেরা করে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জেরায় ধৃত স্বীকার করেছে শুধুমাত্র পুরসভায় চাকরি দেওয়ার জন্য ৪০ কোটি টাকা তুলেছিল সে। এই টাকার ২৫ শতাংশ নিয়েছেন তিনি। বাকি ৭৫ শতাংশ গিয়েছে প্রভাবশালীদের কাছে। কোন প্রভাবশালীর কাছে কত টাকা গিয়েছে? কার সুপারিশে কোন পদে চাকরি হয়েছে সমস্ত তথ্যসহ রিপোর্ট পেশ করতে চলেছে তারা।

গোয়েন্দারা জানিয়েছেন, জেরায় অয়ন শীল স্বীকার করেছে ৪০ কোটি টাকার মধ্যে তাঁর কাছে রয়েছে ১০ কোটি। বাকি ৩০ কোটি গিয়েছে সুপারিশ কর্তাদের কাছে।তবে কারা সেই প্রভাবশালী? ইডি সূত্রে খবর, ইতিমধ্যেই তাদের নাম জেরায় তদন্তকারীদের জানিয়েছে অয়ন। তার বয়ানের ওপর ভিত্তি করেই তালিকা তৈরি করছে ইডি। পাশাপাশি অয়নকে লাগাতার জেরা করে একের পর এক বিস্ফোরক তথ্য ইডির হাতে এসেছে বলেও সূত্রের খবর।

Related Articles

Back to top button
error: Content is protected !!