বিশ্ব সমাচার, কাকদ্বীপ : পথদুর্ঘটনায় আহত হলেন ৩ ব্যক্তি। ঘটনাটি ঘটেছে, দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপের হারউড পয়েন্ট কোস্টাল থানার ঢলেরখাল এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোরে কাকদ্বীপ থেকে একটি পান বোঝাই ৪০৯ গাড়ি কাকদ্বীপ থেকে কোলকাতার দিকে যাচ্ছিল। সেই সময় একটি বুলেরো ডাম্পার গাড়ি কোলকাতা থেকে কাকদ্বীপের দিকে আসছিল।
যখন ২টি গাড়ি ঢলেরখালে আসে ঠিক সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে ২টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ২টি গাড়ির সংঘর্ষের তীব্র শব্দে ঘুম ভেঙে যায় ওই এলাকার বাসিন্দাদের। সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে যান। তবে আহতরা সুস্থ রেয়েছেন বলে, পুলিশ সূত্রে জানা যায়। যদিও এই ঘটনায় ২টি গাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা যায়।