
স্টাফ রিপোর্টার : রাজ্যে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। আবহাওয়া দফতরের আশঙ্কা, কাল থেকেই রাজ্যে বাড়বে আরও গরম। ৬ থেকে ৭ জেলায় স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি উঁচুতে থাকতে পারে পারদ। কলকাতার পারদ ছুঁতে পারে ৪০ ডিগ্রি। ১০ থেকে ১৫ এপ্রিল গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, মালদা, দক্ষিণ দিনাজপুরে হতে পারে তাপপ্রবাহ।
তবে এর মধ্যেই কাল চার জেলায় বৃষ্টির সম্ভাবনার পূর্বাভাস। হাওয়া অফিস জানিয়েছে, রবিবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ওড়িশার উপর একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। তার জেরেই হতে পারে বৃষ্টি। যদিও তার প্রভাবে তাপমাত্রা কমবে না।