এ বারের আইপিএলে প্রথম হ্যাটট্রিক রশিদের দখলে। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হ্যাটট্রিক করলেন রশিদ খান।হার্দিক পাণ্ড্য অসুস্থ থাকায় রবিবার গুজরাত দলকে নেতৃত্ব দিচ্ছেন রশিদ।১৭তম ওভারে বল করতে এসে কলকাতা নাইট রাইডার্সকে বড় ধাক্কা দিয়েছিলেন রশিদ খান। এই ওভারে পরপর তিন বলে কেকেআর-এর তিন নির্ভরযোগ্য ব্যাটারকে সাজঘরে ফেরান রশিদ।
সেই সঙ্গেই কলকাতা নাইট রাইডার্সকে সাময়িক বিপাকে ফেলে দেন রশিদ।১৭তম ওভারের প্রথম তিন বলে রশিদ ফেরান আন্দ্রে রাসেল (২ বলে ১ রান), সুনীল নারিন (১ বলে ০ রান) এবং শার্দুল ঠাকুরকে (১ বলে ০ রান)। কলকাতার বড় ভরসা ছিলেন এই তিন তারকা। যারা এ দিন রশিদের শিকার হলেন। তবে রশিদ এই তিন তারকাকে ফেরালেও, রিঙ্কুর ঝড়ে শেষ পর্যন্ত কলকাতার জয় আটকাতে পারেনি গুজরাট।