খবরজেলা

অভিনব কায়দায় পুত্রবধূকে অপহরণ, গ্রেফতার শাশুড়ি

প্রদীপ কুমার সিংহ, নরেন্দ্রপুর : অভিনব কায়দায় পুত্রবধূকে অপহরণ করালো শ্বশুরবাড়ির লোকজন। ঘটনাটি ঘটেছে, দক্ষিণ ২৪ পরগনা জেলার নরেন্দ্রপুর থানার অন্তর্গত নরেন্দ্রপুর কাদারহাট এলাকায়। অবশেষে ওই গৃহবধূ নরেন্দ্রপুর থানায় একটি অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। পুলিশ সূত্রে খবর, গৃহবধূকে শ্বশুর বাড়ির লোকজনের পছন্দ নয়। তাই সুপারি কিলার দিয়ে অপহরণ করানো হয়। এই কাজের জন্য ২ লক্ষ টাকা সুপারি দেওয়া হয়েছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ৷

গৃহবধূকে ২দিন আটকে রাখা হয় বারুইপুর এলাকায়। পুলিশ পরিচয় দিয়ে বারুইপুর এসপি অফিস থেকে আসছি বলে, গৃহবধূকে তুলে নিয়ে চলে যায় দুষ্কৃতিরা।অপহরণের পর তাকে বারুইপুরের একটি বাড়িতে আটকে রাখা হয়েছিল৷ কোনও রকমে একজনের সাহায্যে তিনি বেরিয়ে চলে আসেন৷ এই ঘটনার অভিযোগ জানানো হয় নরেন্দ্রপুর থানায়। ঘটনার তদন্তে নেমে পুলিশ গৃহবধূর শ্বাশুড়িকে গ্রেফতার করেছে ৷ ধৃতের নাম পরী মন্ডল৷

তার বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ৷ এই ঘটনায় বাকি অভিযুক্তরা পলাতক বলে জানা গিয়েছে। তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ৷ ২০১৫ সালে গৃহবধূর বিয়ে হয়৷ গৃহবধূর বাপের বাড়ি সোনারপুরেরই বিদ্যাধরপুর এলাকায়৷ তাদের একটি সন্তানও রয়েছে। এই বিয়ে ননদ, শ্বাশুড়ির পছন্দ ছিল না। গৃহবধূর স্বামীকে নেশাগ্রস্ত করে রাখা হত বলে অভিযোগ। দীর্ঘ ৬ মাস ধরে তার স্বামী কোথায় তা জানেন না ঐ গৃহবধূ ৷

তবে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনার সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে, পুলিশ তা খতিয়ে দেখছে। তবে ওই গৃহবধূর শাশুড়িকে শনিবার রাতে নরেন্দ্রপুর থানার পুলিশ গ্রেফতার করে। রবিবার ধৃত মহিলাকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়।

Related Articles

Back to top button
error: Content is protected !!