
বিশ্ব সমাচার, পাথরপ্রতিমা: বৃহস্পতিবার গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন পাথরপ্রতিমার একাদশ শ্রেণির ছাত্রী। মৃতার নাম মৌমিতা বেরা। বয়স ১৭। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৌমিতার বাড়ি পাথরপ্রতিমার দুর্বাচটি গ্রাম পঞ্চায়েতের চিন্তামণিপুর গ্রামে। এদিন মৌমিতার বাবা-মা স্থানীয় বাজারে দোকানদারি করছিলেন। ঠাকুরমা বাড়িতে ছিলেন। সন্ধ্যার সময় ঠাকুরমা হঠাৎ দেখতে পান, মৌমিতা গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে।
ঠাকুরমার চিৎকার চেঁচামিতে প্রতিবেশীরা ছুটে আসেন। পাথরপ্রতিমা থানার পুলিশ খবর পেয়ে মৃতদেহ নিয়ে যায়। কাকদ্বীপ মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য মৃতদেহকে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। তবে কী কারণে মৌমিতা গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন, তা পুলিশ খতিয়ে দেখছে। মৌমিতার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।