
স্টাফ রিপোর্টার : ক্রমশ বাড়ছে তাপমাত্রা। যা আরও বাড়বে বলেই আশঙ্কা। নতুন বছরের শুরুর দিনে তাপপ্রবাহ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।হাওয়া অফিস জানিয়েছে, আগামী সপ্তাহের শুরুতেই কলকাতায় দিনের তাপমাত্রা ছুঁতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াস।
তার পর তা ছাড়িয়েও যেতে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস, রোজই একটু একটু করে বৃদ্ধি পেতে পারে কলকাতার তাপমাত্রা। দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও বৃদ্ধি পেতে পারে। আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই।