খবররাজ্য

শিক্ষকদের নির্বাচনে গোহারা তৃণমূলের

স্টাফ রিপোর্টার : শিক্ষকদের কো-অপারেটিভ নির্বাচনে শাসকদল তৃণমূল কংগ্রেসকে ৯-০ ভোটে হারালো বিজেপি, বাম ও কংগ্রেসের জোট।উত্তর দিনাজপুরের ইটাহারের প্রাইমারি টিচার্স এমপ্লয়িজ ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড-এর নির্বাচনে মোট ৯টি আসনের লড়াইয়ে শাসক তৃণমূল কংগ্রেস সব কটিতেই প্রার্থী দেয়। অন্যদিকে তাদের প্রতিদ্বন্দ্বিতা করতে প্রাথমিক শিক্ষক ঐক্যমঞ্চের তরফে ৯ টি আসনে প্রার্থী দেওয়া হয়।

এই ৯টি আসনেই জোটের কাছে পরাস্ত হতে হয়েছে ঘাসফুল শিবিরকে। তবে স্থানীয় নির্বাচনে বাম, কংগ্রেস ও বিজেপির জোটের কাছে ঘাসফুল শিবিরের হার এই প্রথম নয়। সাম্প্রতিক অতীতে পশ্চিম মেদিনীপুরের এগরা, পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে সমবায় নির্বাচনে রাম-বাম জোটের কাছে পরাস্ত হয়ে হয়েছিল তৃণমূলকে।

ত্রিমুখী জোটকে অশুভ আঁতাত এবং রামধনু জোট বলে কটাক্ষ ঘাসফুলের। বিজেপির পাল্টা দাবি, মানুষের বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে তৃণমূল। এই ফল তারই প্রতিচ্ছবি বলে দাবি গেরুয়াশিবিরের।

Related Articles

Back to top button
error: Content is protected !!