
স্টাফ রিপোর্টার : জেলের ভিতরেও হুমকি দিচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে এমনই অভিযোগ করলেনে নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়। সোমবার ইডি সূত্রে এমনই জানা গিয়েছে।কলকাতার প্রেসিডেন্সি জেলে বন্দি রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়সহ নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার পুরুষ অভিযুক্তরা। সেখানেই রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ও।
রবিবার তাঁকে জেরা করতে প্রেসিডেন্সি জেলে যান ইডির আধিকারিকরা। ইডির দাবি, জেরায় শান্তনু তাঁদের জানিয়েছেন, তিনি প্রেসিডেন্সি জেলে আসার পরদিনই তাঁর সঙ্গে জেলের ভিতরে দেখা হয় পার্থ চট্টোপাধ্যায়ের। পার্থ চট্টোপাধ্যায় তাঁকে প্রশ্ন করেন, কেন বার বার তাঁকে নিয়োগ দুর্নীতি মামলায় জড়ানো হচ্ছে? জবাবে শান্তনু বলেন, অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে ৫০ কোটি টাকা উদ্ধার হয়েছে।
তাই তাঁর নাম বার বার উঠে আসছে। একথা শুনে ক্ষেপে যান পার্থ চট্টোপাধ্যায়। শান্তনুকে হুমকি দিতে থাকেন তিনি।ইডি সূত্রে জানা গিয়েছে, শান্তনুর অভিযোগের কথা কেস ডায়েরিতে উল্লেখ করবে ইডি। এই যুক্তি সামনে রেখে পরে পার্থর জামিনের বিরোধিতা করবে তারা।