খবররাজ্য

হাওড়ার পর এবার হুগলি, ফের রাম নবমীর মিছিলে হামলার অভিযোগ

স্টাফ রিপোর্টার : হাওড়ার পর এবার হুগলিতে রাম নবমীর মিছিল ঘিরে উত্তেজনা।জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় রিষড়ায় হঠাৎ একটি ধর্মস্থানের সামনে রাম নবমীর মিছিল লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি। পড়ে বোমাও। যার জেরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। কিছুক্ষণের মধ্যে ছত্রভঙ্গ হয়ে যায় মিছিল। এর পর রাস্তার ওপর আগুন জ্বালিয়ে অবরোধ শুরু হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পুলিশ সুপার। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন হয় বিশাল বাহিনী।এ প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, মিছিল শান্তিপূর্ণভাবেই এগোচ্ছিল। মিছিল লক্ষ্য করে হঠাৎ ইটবৃষ্টি শুরু হয়। তার পর বোমা পড়তে থাকে। আমার গাড়ির সামনেও বোমা পড়েছে। পর্যাপ্ত পুলিশ ব্যবস্থা ছিল না। তবে আমাদের পুলিশে ভরসা আছে।

স্থানীয় তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায় বলেন, রাম নবমীর মিছিলে যারা অংশগ্রহণ করেছিল তারা বেশিরভাগই বাইরের লোক। অন্য জায়গা থেকে এসে অশান্তি করার চেষ্টা করছিল। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। পুলিশ কমিশনার নিজে ঘটনাস্থলে রয়েছেন।

Related Articles

Back to top button
error: Content is protected !!