খবরদেশ

বিশ্বনেতাদের তালিকায় ফের শীর্ষে মোদী

সংবাদ সংস্থা: ফের বিশ্বনেতার শীর্ষ পদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মর্নিং কনসাল্টের সাম্প্রতিক সমীক্ষায় দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রেটিং দাঁড়িয়েছে ৭৬ শতাংশ। বিশ্বের বাঘা বাঘা রাষ্ট্রনেতাদের তিনি পিছনে ফেলে দিয়েছেন। আর সেই রেটিং অনুসারে জানা গিয়েছে, জনপ্রিয়তার নিরিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ধারে কাছে কেউ নেই।

আর সেই রেটিং অনুসারে জানা গিয়েছে, মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ অব্রাডর রয়েছেন দ্বিতীয় স্থানে। তাঁর রেটিং ৬১ শতাংশ। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ তৃতীয় স্থানে রয়েছেন। তাঁর রেটিং ৫৫ শতাংশ। ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি পেয়েছেন ৪৯ শতাংশ রেটিং। তিনি এই তালিকায় চার নম্বর স্থানে রয়েছেন। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা রয়েছেন ৪৯ শতাংশ স্থানে।

জর্জিয়া মেলোনির সঙ্গে তাঁর রেটিং একেবারে সমান।আর সবথেকে তারপর্যপূর্ণ বিষয় হল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই গ্লোবাল লিডার অ্যাপ্রুভাল লিডার রেটিংয়ে ৬ নম্বর স্থানে রয়েছেন। তাঁর রেটিং মোদীর থেকে অনেকটাই পেছনে। তিনি পেয়েছেন ৪১ শতাংশ রেটিং।

Related Articles

Back to top button
error: Content is protected !!