খবররাজ্য

‘টাকা নিয়েছি প্রমাণ থাকলে ইডি-সিবিআই-এর কাছে যান’, হিরণকে জবাব দেবের

স্টাফ রিপোর্টার : তৃণমূলে দুর্নীতির ইস্যুতে হিরণ চট্টোপাধ্যায়ের নিশানায় এসেছিল দেব, বনি সেনগুপ্ত ও সায়নী ঘোষেরা।তাঁর অভিযোগ ছিল, গরু পাচারকাণ্ডে ধৃত এনামূলের থেকে ঘাটালের সাংসদ দেব পাঁচ কোটি টাকা নিয়ে সিনেমা বানিয়েছেন। মালদ্বীপ থেকে ফিরে বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণের অভিযোগের জবাব দিলেন অভিনেতা দেব।এ প্রসঙ্গে দেব বলেন, ‘হিরণ বা অন্য কেউ কী বলছে সেটা সত্যিই আমার কাছে ম্যাটার করে না।

আমার মনে হয় যে এক কথা কেন দশবার করে বলতে যাব। প্রথম দিন যখন প্রশ্ন করেছিলেন, তখনই উত্তর দিয়ে দিয়েছি। বারবার এক প্রশ্ন করলে একই উত্তর থাকবে।’ এছাড়াও তিনি বলেন, ‘যদি আপনার কাছে প্রমাণ থাকে তাহলে দয়া করে আপনি সিবিআই, ইডি-র কাছে যান। তাদের কাছে হয়তো অতটা তথ্য নেই যতটা হিরণের কাছে আছে।

ছোট ইন্ডাস্ট্রি, এখানে কী বলব? কোনওদিন অন্য কাউকে ছোট করে নিজেকে বড় করায় বিশ্বাস করি না। হিরণ ভাল ছেলে, আমার মনে বাকস্বাধীনতা সকলের আছে। এই দেশে এই রাজ্যে যে যা খুশি বলতে পারে।’

Related Articles

Back to top button
error: Content is protected !!