
স্টাফ রিপোর্টার : কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে ধরনায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ধরনার পরই মিড ডে মিল খাতে ৬৪০ কোটি টাকা রাজ্যকে পাঠাচ্ছে কেন্দ্রীয় সরকার।শনিবার নবান্ন সূত্রে এমনটাই জানা গিয়েছে।নবান্ন সূত্রে খবর, মিড–ডে মিলের দ্বিতীয় কিস্তির টাকা হিসেবে ৬৪০ কোটি টাকা কেন্দ্র রিলিজ করেছে। আর সেটাই পেয়েছে রাজ্যের স্কুল শিক্ষা দফতর।
তবে শুধু মিড–ডে মিল নয়, সমগ্র শিক্ষা অভিযান খাতেও কেন্দ্র টাকা রিলিজ করল রাজ্যকে। ৫৭৬ কোটি টাকা এই খাতে কেন্দ্র দিল রাজ্য সরকারকে। মূলত দুটি ক্ষেত্রেই দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছে রাজ্য।শিক্ষা দফতর সূত্রে খবর, এটা রুটিন বরাদ্দ। মিড–ডে মিল খাতে বরাদ্দ করার কথাই ছিল কেন্দ্রীয় সরকারের। এই খাতে বরাদ্দ রুখে দেওয়ার চেষ্টা হয়েছিল। সম্প্রতি মিড–ডে মিল প্রকল্পের বাস্তবায়ণ দেখতেও কেন্দ্র টিম পাঠিয়েছিল।
কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের নির্দেশে মিড–ডে মিলের টাকা নয়ছয়ের অভিযোগে সিএজি অডিট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই অডিটের কাজ শুরু হয়েছে। তার মধ্যেই মিড–ডে মিল খাতে কেন্দ্রের থেকে রাজ্য দ্বিতীয় কিস্তির টাকা পাওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ।