খবররাজ্য

‘বাংলার শিক্ষাব্যবস্থার হাল দেখে কাঁদছেন কবিগুরু’:আদালতে জানাল ইডি

স্টাফ রিপোর্টার : নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে দুর্নীতির গভীরতা বোঝাতে গিয়ে রবি ঠাকুরের উল্লেখ ইডির।এদিন ইডি আদালতে জানায়, “পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থার হাল দেখে নিঃশব্দে কাঁদছেন কবিগুরু। তাঁর হৃদয় বিদীর্ণ।কবিগুরু চেয়েছিলেন শিক্ষায় পূর্ব-পশ্চিমের মেলবন্ধন ঘটবে। কিন্তু এক্ষেত্রে বাংলার শিক্ষাব্যবস্থার সঙ্গে দুর্নীতি ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে।কেলেঙ্কারি এমন উচ্চতায় পৌঁছেছে যে বাংলার শিক্ষাব্যবস্থা গতিরুদ্ধ হয়েছে।বাংলার শিক্ষাব্যবস্থাকে নরকের দিকে এগিয়ে যেতে দেখে নিঃশব্দে কাঁদছেন কবিগুরু।”

রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল জয়ের প্রসঙ্গ টেনে এনে তাঁর দাবি, এতদিন বিশ্বভারতীর জন্য বিশ্বখ্যাত ছিল বীরভূম। এখন দু’টি ‘সি’-এর জন্য বেশি পরিচিত সেই জেলা। দু’টি সি বলতে আদালতে দাঁড়িয়ে দুর্নীতি ও গরু পাচার-এর উল্লেখ করেন ইডির আইনজীবী।এদিন আদালতে ইডির দাবি, নিয়োগ দুর্নীতিতে অন্তত ১০০০ জনের কাছ থেকে ৪৫ কোটি টাকা তুলেছিলেন অয়ন শীল। তার মধ্যে ২৬ কোটি টাকা বিভিন্ন প্রভাবশালীকে দিয়েছেন তিনি। এর মধ্যে এমন ব্যক্তিও রয়েছেন যার নাম আদালতে করা যাবে না। অন্তত ১৫ জন প্রভাবশালী অয়নকে চাকরির সুপারিশ পাঠাতেন। ডিল চূড়ান্ত হলে সেই সব প্রভাবশালীকে টাকা পাঠাতেন অয়ন।

আদালতে ইডি জানিয়েছেন, মাত্র ১৩ দিনে অয়নের ৮টি ফ্ল্যাট, ৫টি গাড়ি, ১টি পেট্রল পাম্প ও ১টি হোটেলের সন্ধান পেয়েছেন গোয়েন্দারা। এই বিপুল টাকা তিনি কোথা থেকে পেলেন তা জানার প্রয়োজন রয়েছে। অয়নের ৪০টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে প্রায় ৮ কোটি টাকা লেনদেন হয়েছে। সেই টাকা কাদের কাছে পৌঁছেছে তাও খুঁজে বার করতে চায় ইডি।দুপক্ষের সওয়াল জবাব শুনে অয়নের জামিনের আবেদন খারিজ করে ১১ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছেন বিচারক।

Related Articles

Back to top button
error: Content is protected !!