
স্টাফ রিপোর্টার : হঠাৎ অসুস্থ হয়ে পড় অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল। স্থানীয় সূত্রে জানা যায়, সপ্তাহখানেকের উপর বোলপুরে নিচুপট্টি বাড়িতে ছিলেন না অনুব্রত কন্যা সুকন্যা। শুক্রবার রাত ৯টা নাগাদ বাড়ি ফিরলে পরিচারিকা এবং অন্যদের থেকে জানতে পারে তার বাবা অনুব্রতকে তিহাড় জেলে অমানবিক অত্যাচার করা হচ্ছে। এরপরই রাগের বহিঃপ্রকাশ ঘটিয়ে মাথা ঠিক না রাখতে পেরে বাড়ির সমস্ত আসবাবপত্র-সহ প্রয়োজনীয় জিনিস ভাঙতে শুরু করেন।
বেগতিক দেখে কর্তব্যরত নিরাপত্তারক্ষীরা বীরভূম জেলার তৃণমূলের দলীয় কার্যালয়ে খবর দেয়। মুহূর্তের মধ্যে একের পর এক নেতাকর্মী হাজির হন।সুকন্যাকে সান্ত্বনা দেওয়ার সময় সকলেই জানায় পাশে আছি। উত্তরে সুকন্যা জানান, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলার পরও কেউই পাশে নেই। কেউই খোঁজখবর নেন না। বাবার এরকম অবস্থা আর সকলে মজা দেখছে।”রাগান্বিত হয়ে আরও বলেন, “কাউকে ছাড়া হবে না। বাবার কিছু হলে কেউ রেহাই পাবেন না।”