
হেদায়তুল্লা পুরকাইত, ডায়মন্ড হারবার: দুয়ারে পঞ্চায়েত নির্বাচন। তার আগে শনিবার জনগণের দুয়ারে বিভিন্ন সরকারি পরিষেবা সহজে পৌঁছে দিতে রাজ্যজুড়ে শুরু হল ষষ্ঠ দফার দুয়ারে সরকার।
রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প সহজে মানুষের কাছে পৌঁছে দিতে ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে থেকে রাজ্য সরকার চালু করে দুয়ারে সরকার। এই প্রকল্পের মাধ্যমে স্বাস্থ্য সাথী, খাদ্য সাথী, কৃষকবন্ধু, রূপশ্রী, কন্যাশ্রী সহ বিভিন্ন সরকারি প্রকল্প সহজে মানুষের কাছে পৌঁছে দিতে রাজ্য সরকারের এই উদ্যোগ। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে থেকে রাজ্য সরকার দুয়ারে সরকার প্রকল্প চালু করে। ১ এপ্রিল থেকে ষষ্ঠ দফার দুয়ারে সরকার শুরু হল।
ডায়মন্ড হারবার ১ নং ব্লকে, আধিকারিক সুবীর দাস জানান, এদিন ডায়মন্ড হারবার ১ নং ব্লকের ৮টি পঞ্চায়েত এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প শুরু হল। ১০ এপ্রিল পর্যন্ত ডায়মন্ড হারবার ১ নং ব্লকের প্রতিটি পঞ্চায়েত এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প হবে। ডায়মন্ড হারবার ১ নং ব্লকের সমস্ত পঞ্চায়েত এলাকায় মোট ১৪৪টি দুয়ারে সরকার ক্যাম্প হবে। এছাড়াও ভ্রাম্যমাণ দুয়ারে সরকার ক্যাম্প হবে ৯৬টি।
এবার দুয়ারে সরকার ক্যাম্পে একটি বিশেষ প্রকল্প চালু হল। সেটি হল, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। এই প্রকল্পের মাধ্যমে বিশেষ লোনের ব্যবস্থা আছে। যাঁরা ব্যাবসা করতে চান, তাঁদের জন্য এই ব্যবস্থা।এদিন ডায়মন্ড হারবার ১ নং ব্লকের মশাট পঞ্চায়েত এলাকার ও দয়ারাক পঞ্চায়েত এলাকার দুয়ারে সরকার ক্যাম্প ঘুরে দেখেন এবং মানুষের সঙ্গে কথা বলেন ডায়মন্ড হারবার ১ নং ব্লক আধিকারিক সুবীর দাস, ডায়মন্ড হারবার ১ নং ব্লকের পূর্ত কর্মাধ্যক্ষ গৌতম অধিকার ও ডায়মন্ড হারবারের বিধায়ক পান্নালাল হালদার।