খবরজেলা

আমতলা বাসস্ট্যান্ডের উদ্বোধন

গোপাল মণ্ডল, বিষ্ণুপুর: আমতলা বাস টার্মিনাসের ভারচুয়াল উদ্বোধন করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, পরিবহণ প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল। উপস্থিত ছিলেন জেলাশাসক সুমিত গুপ্ত সহ একাধিক প্রশাসনিক আধিকারিক।তিন বিঘা জমির উপর ৮ কোটি টাকা ব্যয় তৈরি হয়েছে এই বাস টার্মিনাস। এখানে ১১টি বাস দাঁড়াতে পারবে। এর ফলে এলাকা যাননজটমুক্ত হবে।

মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, এলাকার মানুষজনের উপস্থিতি প্রমাণ করে এই টার্মিনাস কতটা গুরুত্বপূর্ণ। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, মানুষের জন্য এই বাস টার্মিনাস। আপনারা নজর রাখবেন। জেলাশাসক সুমিত গুপ্তা বলেন, ১১৭ নম্বর জাতীয় সড়কের আমতলা চারমাথায় এই বাস টার্মিনাস এলাকার মানুষের উপকারে আসবে। দীর্ঘদিনের এই দাবি ছিল।

সাতগাছিয়ার বিধায়ক মোহনচন্দ্র নস্কর বলেন, বিষ্ণুপুর ও সাতগাছিয়া বিধানসভার প্রাণকেন্দ্র আমতলা। এই বাস টার্মিনাসের ফলে সবার উপকার হবে।ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা বলেন, মানুষের দীর্ঘদিনের স্বপ্ন আজ বাস্তব রূপ পেয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Related Articles

Back to top button
error: Content is protected !!