খবরজেলা

সম্পত্তি নিয়ে বিবাদ, রড দিয়ে ভাইয়ের মাথা ফাটানোর অভিযোগ

বান্টি মুখার্জি, বাসন্তী: সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদ চলছিল। আচমকা রাতের অন্ধকারে রড দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠলে নিজের ভাইদের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন সুকদেব খুটিয়া। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার অন্তর্গত ভরতগড় পঞ্চায়েতের ৬ নম্বর ভরতগড় গ্রামে। বর্তমানে সুখদেব খুটিয়া গুরুতর জখম অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে বাসন্তী থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত সুকদেব।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৬ নম্বর ভরতগড় গ্রামের বাসিন্দা সুকদেবের সঙ্গে তাঁর পরিবারের নিজের ভাইদের সম্পত্তি নিয়ে বিবাদ চলছিল।ঘটনার বিষয়ে গ্রাম্য সালিসি এমনকী থানা পুলিশ পর্যন্ত গড়ায়। অভিযোগ, বুধবার রাতে খাওয়া-দাওয়া করে ঘুমিয়েছিলেন সুকদেব। রাত আটটা নাগাদ প্রস্রাব করতে ঘরের বাইরে বের হন। অভিযোগ, সেই সময় দুলাল, ভজহরি, টুনি ভুতি খুটিয়ারা লোহার রড দিয়ে মাথায় মারে।

রক্তাক্ত অবস্থায় অচৈতন্য হয়ে পড়লে পরিবারের অন্যান্য সদস্যরা তাঁকে উদ্ধার করে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য। রাতেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন। ঘটনার বিষয়ে আক্রান্ত ব্যক্তি বাসন্তী থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Related Articles

Back to top button
error: Content is protected !!