
সানওয়ার হোসেন, মথুরাপুর: এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর পশ্চিম পঞ্চায়েতের তৃণমূল সদস্যের বিরুদ্ধে। বৃহস্পতিবার নির্যাতিতা মথুরাপুর থানায় তৃণমূল পঞ্চায়েত সদস্য বাপ্পাদিত্য হালদারের বিরুদ্ধে ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে অভিযুক্ত পলাতক। স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন, দলীয়ভাবে ওই পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
নির্যাতিতার অভিযোগ, ওই পঞ্চায়েত সদস্য গতকাল দুপুরে তাঁর বাড়িতে আসেন। সেই সময় স্বামী বাড়িতে ছিলেন না। তখন তাঁকে ধর্ষণ করে বাপ্পাদিত্য। ঘটনার পর থেকে আতঙ্কিত ওই পরিবার। সুন্দরবন পুলিশ জেলা সূত্রে জানা গিয়েছে, বধূর লিখিত অভিযোগের ভিত্তিতে ধর্ষণের মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তের খোঁজ চলছে।