
স্টাফ রিপোর্টার : ভরদুপুরে তৃণমূল কংগ্রেসের বৈঠকে চলল গুলি।গুলিবিদ্ধ হয়ে মৃত ২ তৃণমূলকর্মী, আহত বেশ কয়েকজন।আহত হয়েছেন বেশ কয়েকজন সদস্য। মৃতরা হলেন ফয়জুল রহমান (৫৪), হাসু মহম্মদ। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে চোপড়া থানার চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতের দীঘাবানা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, উত্তর দিনাজপুরের চোপড়ার দিঘাপানা এলাকায় বৃহস্পতিবার দুপুরে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে বুথ কমিটির বৈঠক চলছিল। পঞ্চায়েত নির্বাচনের আগে প্রার্থী নির্বাচন নিয়ে বৈঠক চলছিল।
সেই বৈঠক শেষ করে সকলে যখন দলীয় কার্যালয়ের বাইরে বেরিয়ে আসছেন, তখনই আচমকা এলোপাথাড়ি গুলি চলতে শুরু করে। আর গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ফাইজুল রহমান নামে এক তৃণমূল কর্মী। তাঁর বুকে গুলি লাগে। উত্তরবঙ্গ মেডিক্যালে মৃত্যু হয় তৃণমূল কর্মী হাসু-র। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তাঁদেরকে উদ্ধার করে রায়গঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে, খবর পেয়েই অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক মণ্ডলের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গ্রামে পৌঁছয়। এই ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ী করছেন স্থানীয়রা।
তাঁদের দাবি, বৈঠক চলাকালীন নির্বাচনী টিকিট বিতরণ ঘিরে বচসা বাধে। সেখান থেকেই একটি গোষ্ঠী, অন্যদের ল করে গুলি চালায় বলে অভিযোগ।ফাইজুলের ছেলের দাবি, ‘যে দুষ্কৃতীদের গুলিতে আমার বাবার প্রাণ খোয়া গেল তারা সবাই তৃণমূলের অন্য গোষ্ঠীর মদতপুষ্ট। এলাকায় তৃণমূল এখন দুটি শিবিরে ভাগ হয়ে গিয়েছে।’ যদিও এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় চলছে জিজ্ঞাসাবাদ।