Monday, December 4, 2023
Homeরাজ্যবাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে কলকাতায় একসঙ্গে পথে বাম-কংগ্রেস

বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে কলকাতায় একসঙ্গে পথে বাম-কংগ্রেস

বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে বুধবার রামলীলা ময়দান থেকে-পার্ক সার্কাস পর্যন্ত একযোগে মিছিল করলেন বাম-কংগ্রেসে।মিছিলে বিমান বসু, মহম্মদ সেলিম, সূর্যকান্ত মিশ্রর মতো বাম নেতারা ছিলেন। কংগ্রেসের তরফে মিছিলে ছিলেন প্রাক্তন বিধায়ক অসিত মিত্র-সহ কলকাতার নেতৃত্ব। তাঁদের বক্তব্য, বাংলায় শাসকদল একশ দিনের কাজের টাকা নিয়ে নয়ছয় করেছে সন্দেহ নেই। তার বিরুদ্ধে ব্যবস্থা হোক। কিন্তু তার জন্য গ্রামীণ মানুষের রোজগার বন্ধ করে পেটে লাথি মারার কোনও অধিকার মোদী সরকারের নেই।

Most Popular