
বিশ্ব সমাচার, কুলতলি: রায়দিঘি রেঞ্জের কুলতলি বিট অফিস থেকে মৌলেরা বোট লাইসেন্স দেখিয়ে বৈধ পাস নিয়ে সুন্দরবনের জঙ্গলে মধু সংগ্রহ করার জন্য একে একে রওনা দিচ্ছেন। বুধবার থেকে রায়দিঘি রেঞ্জ অধীনস্থ কুলতলি বিট অফিস থেকে পাঁচের অধিক ব্যক্তি একটি নৌকা নিয়ে সুন্দরবনের জঙ্গলে মধু সংগ্রহ করতে যাওয়ার পারমিশন দিচ্ছে বনদপ্তর।
বিশেষ করে সুন্দরবনে মাছ, কাঁকড়া, মধু সংগ্রহ করে যাঁদের জীবন জীবিকা নির্বাহ হয়। এই মুহূর্তে তাঁরা মায়ের মন্দিরে পুজোপাঠের পর একপক্ষকালের জন্য সরঞ্জাম নিয়ে সুন্দরবনের জঙ্গলে মধু সংগ্রহের জন্য রওনা দিচ্ছেন ।