
বিশ্ব সমাচার, বারুইপুর: ২০২৩-২৪ সালে পশ্চিমবাংলার বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, আগামী বর্ষে ১২ হাজার কিলোমিটার রাস্তা হবে। এই প্রকল্পের নাম দিয়েছিলেন মুখ্যমন্ত্রী পথশ্রী ও রাস্তাশ্রী। সেই পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্পের মঙ্গলবার দুপুরে শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুগলি জেলার সিঙ্গুর এলাকা থেকে। তিনি মঙ্গলবার এখান থেকে পশ্চিমবাংলার ২২টি জেলার ১২ হাজার কিলোমিটার রাস্তার শুভ সূচনা করেন। সমগ্র রাজ্যের সঙ্গে দক্ষিণ ২৪ পরগনার আলিপুর সদর মহকুমার প্রতিটি ব্লকে এবং প্রতিটি পঞ্চায়েতে পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পের শুভ শিলান্যাস কর্মসূচি হয়।
আলিপুর সদর মহকুমা স্তরের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বজবজ ২ নম্বর ব্লকের অন্তর্গত কামরা গ্রাম পঞ্চায়েতের বৃন্দাবনপুর দাসপাড়ায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক প্রসেনজিৎ ঘোষ, সমষ্টি উন্নয়ন আধিকারিক নবকুমার দাশ, বজবজ ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রীতা মিত্র, বজবজ ২ নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি সুব্রত বন্দ্যোপাধ্যায়, দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সদস্যা শিখা রায় এবং সদস্য শেখ বাপি।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ, গ্রাম পঞ্চায়েতের প্রধান, জয়েন্ট বিডিও এবং জুনিয়র ইঞ্জিনিয়াররা।এদিন বারুইপুর মহাকুমার বিভিন্ন বিধানসভা এলাকায় বহু রাস্তার শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী। বারুইপুর সমষ্টি উন্নয়ন দপ্তরের সামনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন বারুইপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তী, বারুইপুর পূর্ব কেন্দ্রের বিধায়ক বিভাস সরদার,
দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের উপাধ্যক্ষ জয়ন্ত ভদ্র, বারুইপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কানন্দ দাস, সহ সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী, বারুইপুরের সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ মাঝি, বারুইপুর থানার আধিকারিক সৌমজিৎ রায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে সাংবাদিকরা বিমানবাবু বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেসব প্রকল্পের ঘোষণা করেন, তিনি সেই কাজগুলো করেন। শুভেন্দু অধিকারী অনেক কথা বলেছেন মানুষের কাছে। মানুষ কতটা গ্রহণ করবেন, সেটা মানুষের ব্যাপার।